তোমরা যারা চেয়ে  থাকো ঐ ধনীর  ধনের পানে
খুব কিপ্টে ওরা দেয় না ভিক্ষা, বলো যে সবখানে।

একটু কাজে ডাবল বোনাস প্রত্যাশাটা দ্বিগুণ
দেখছো ভেবে ? কাজে তুমি রাখছো এমন কিগুণ?

লাজ করে না ? দয়ার দানে বাঁচতে  চাহো ধরায়?
শ্রমের  আয়ে  যেটুকু পাও  তাতে  শুকুর  করায় -

খুশি হন  স্রষ্টা স্বয়ং ।'- বরকত দেন তার আয়ে
মানছি  তাদের  হক  রয়েছে ভাগ্য যাদের বায়ে-

সে দুঃস্থ এতিম , অন্ধ-পঙ্গু  অচল যারা নেহাত
তাদের মাঝেও দেখি অনেক আত্নবলে সে হাত-

ওরা কর্ম চেয়ে দেয় যে  পেতে।' - ধনীর  দরজায়
শ্রদ্ধা  আমার  নত শিরে  এ  প্রণাম  তাদের  পায়।

তাজা  রক্তের  স্রোতধারা বইছে তোমার  শিরায়
তা সুঠাম দেহে  কর্ম করতে কে তোমারে ফিরায়?

সম্বলহীনা   গরিব   মানুষ,    মুখে   এটাই   বুলি
দ্বারে দ্বারে যে হাত পেতে দাও,খুলে ভিক্ষার ঝুলি!

খাঁটি  গরীব  তারেই  বলে , যে দৈহিক অঙ্গে হীন
যারা অন্ধ-পঙ্গু - প্রতিবন্ধী ,  সবাই  এদের  চিন ।

তোমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো যাবে নাকো জাত
আজি ভিক্ষা নয়গো কর্ম পেতে দাও বাড়িয়ে হাত ।