প্রকৃতির অনন্যতা অপূর্ব কাব্যিকতা,
            ঝরে প্রভাতের শিশির সম;
কাননে কাননে ফুল, ডাকিছে বিহগ কূল,
           শুনে মন-প্রাণ নাচিছে মম।


ঐ বুঝি এলো বসন্ত,- শ্রান্ত মনের হবে অন্ত,  
        চারি দিকে সবুজের সমারোহ;
প্রবীণকে পশ্চাতে ফেলে, যায় তারা দলে দলে,
       এ কি আরোহ না অবরোহ?  


সবেতেই তাড়াহুড়া, যেন তাঁরা সৃষ্টি ছাড়া,
         বাজিছে মাতাল মাদল;
মরীচিকার মোহ জালে, ছুটিছে একই তালে,
        এ যেন ধ্বংসের আদল।


ধ্বংস সৃষ্টির মহাপ্রলয়, প্রকৃতিকে দোলা দেয়,
        মুছে দিতে চায় চিরন্তন ধারা;
সনাতন প্রকৃতির লালিত্য, হবে বুঝি অবিন্যস্ত,
      মননের সৌকুমার্য হবে বুঝি হারা।


২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ০৫/0৬/২০১৮,
মঙ্গলবার, ভোর ৬.৩০মিঃ। ৫০৩ তাং ১৭/০৬/১৮।