ভারতবর্ষ আজ ধ্বংসের মুখে,
সমষ্টির স্বার্থ পরাভূত,
ব্যক্তি স্বার্থের কাছে।


হায়রে মায়ের সন্তান, চুপ কেন আজ,
হিংস্র পশুরা মাকে ধর্ষিছে ওরে-
দেখ চেয়ে বিবস্ত্র করে।


ওরা নয় তো মায়ের সন্তান,
পশুর প্রবৃত্তি ওদের অন্তরে,
তাই কি এত জোর?
সম্পদ লাভের উন্মাদনায়,
তাঁরা যে উন্মাদের মত,
তাই-বন্ধ তাঁদের চেতনার দোর।


প্রকৃতিতে প্রতিশোধের ঝড় হাওয়া-
আজও কেন বইছেনা?
ধর্মে ধর্মে বিভেদ তৈয়ারী করে,
লালসা ওদের মিটছেনা।


ধ্বংসের পথে যদি যেতে হয়,
ধ্বংস করিতে এই অবক্ষয়,
তবে ধ্বংস কর, ধ্বংস কর,
মানুষ পাবে না ভয়।


সিন্ধু, কাবেরী, পদ্মা, মেঘনা,
গঙ্গার জলে ভাসাও আবর্জনা,
যত আছে আমাদের কাছে;
আছি বসে– সেই সুদিনের আশে।

বুদ্ধ, গৌরাঙ্গ, লালনের দেশ, হবে কি শেষ-
     পশুদের অত্যাচারে?
সময় এসেছে বধিতে তাঁদের অস্ত্র ধরিব,
    নিজেরা আপন করে।


মনে ভাবি তাই কেন ভয় পাই?
     এ যে আমার তোমার জন্মভূমি;  
মায়ের মুক্তির তরে দেবো বুকের রক্ত ঢেলে,
   আনন্দে ত্যাজিব প্রাণ মায়ের বক্ষ চুমি।


আর-বার বলি-
     এ যে- আমার- তোমার- জন্মভূমি।


১৪ই চৈত্র, ১৪২৪,
ইং ২৯/০৩/২০১৮,
বৃহস্পতিবার, বেলা ৩টা। বি,কে ৪৩১