ক্ষুদ্রতমের মধ্যেই ছিল-
বৃহত্তমের ডাক।
আমি আদি, আমি সনাতন;
আমা বিনা তোমার-
কি-বা প্রয়োজন।


তোমাতে আমাতে –
মিলন সংগোপনে;
তাই-প্রভাতের রবি,
উঠিছে গগনে।


আমি আদি, ভাবি বসে,
প্রাণখুলে ভালবেসে,
তুমি মোর ভাবনার ফসল;
আসিবে আমার কাছে-
শুনি সেই হর্ষ-কোলাহল।


এসো তুমি এসো কাছে,
ভালবেসে মোরে শেষে;
অপেক্ষায় রইবো আমি,
যতদিন না আসো তুমি,
আমার ভুবনে;
মিলনের সেই ভাবনা লয়ে,
অপরূপ রূপের সন্ধানে।


৩১শে ভাদ্র, ১৪২৪,
ইং ১৭/০৯/২০১৭,
রবিবার, সকাল ৯টা।