ক্ষুদ্র ক্ষুদ্র জড় থেকে,
      জীব দেহের সৃষ্টি;
জড়ই জীবন দিলো,
        এ কোন কৃষ্টি?


আদির অন্ত যে শুধু জড়ময়,
জড় ছাড়া জীবন আর কিছু নয়।
জড়র অন্তরে এ কোন শক্তি-
জীবনের কাছে এ পরম মুক্তি।


হাসি, গানে, গল্পে-
         জীবনের উচ্ছ্বাস;
জড়র শক্তি ছেড়ে-
          ঈশ্বরে বিশ্বাস?


দেখি নাই যারে আমি,
         পাই নাই কাছে;
তবু বসে ভাবি মোরা,
        পাছে কেউ আছে।


মাটি থেকে সৃষ্ট দেহ,
      বুঝি জীবনের শেষে;
ঐ অপরূপ সুন্দর দেহ,
      সেই মাটিতেই মেশে।


২৪শে কার্তিক, ১৪২৪,
ইং ১১/১১/২০১৭,
শনিবার, রাত ১১.৩০।