হৃদয়ের তারে আজকে বাজুক
              সেই অগ্নিবীণার গান;
তোমার সুরেতে সুরটি মিলায়ে
             জাগুক বাঙালির প্রাণ।


জাতির পিতার স্বপ্ন ছিল যে,
              সোনার বাংলা গড়া;
শ্রেষ্ঠ হবে এই বাঙালি জাতি,
               উঠবে নেচে ধরা।


নজরুল-রবি ভেবে বুঝি তাই
              রচে ছিল দ্রোহী গান;
পেয়ে সেই শক্তি, মুক্তি যুদ্ধে,
             কত প্রাণ করেছে দান।


আমাদের কথা ভেবেই রবি,
           লিখেছিল জাতীয় সংগীত;
ধ্রুবতারা সম অক্ষয় বাণী,          
          আজও করে যায় পরহিত।


কবিতা হউক আত্মার মেলবন্ধন,
               হৃদয় বাঁশরির সুর;
যাক ভেসে যাক অনন্তের পথে,
               দূর থেকে বহু দূর।  


বাজিলে কোথাও সেই বাঁশরি,
             কান পেতে যেন শুনি;
আমার তোমার ব্যথাতুর মনে,
             আবেগ আসিবে জানি।

দুই বাংলার দুই বন্ধু            
-চিত্ত রঞ্জন সরকার,
    ও
-কবীর হুমায়ূন,
দুয়ের যৌথ ভাবনায় এই কবিতা।
আর হয়তোবা কবিতা লেখা সম্ভব হবে না।