সক্ষমই ভাবে অক্ষমের কথা
এটাই মনুষ্যত্বের ধর্ম
না হলে পৃথিবী নরক হত
হারাত মানবতার বর্ম।

ধর্মের নামে কোটি কোটি টাকা
খরচ করতে পারি;
অসহায়কে শুধুই খয়রাতি দেই
ঘৃণার টানি কি দাঁড়ি?

চেতনার আলো মুছাবে কালো
জগত স্বচ্ছ হবে;
সক্ষম অক্ষম মিলে মিশে
স্বর্গীয় সুখ পাবে।

যতটুকু পারা ততটুকু করা
পুণ্যের কাজ তাই;
আত্মার সাথে আত্মার বন্ধন
এইটুকুই শুধু চাই।

৪ঠা ভাদ্র, ১৪২৯,
ইং ২১/০৮/২০২২,
রবিবার রাত ১২:৫০। ১৭৭৮, ২৪/০৮/২০২২।

"সহমর্মিতার সংবেদন"