সমস্যা দিয়ে দৃষ্টি ঘোরানো
দুষ্টু চক্রের কাজ;
নানান ভাবে নানান মতে
চলছে অপশাসনের রাজ।

তেলা মাথায় তেল দেওয়া
একি দেশ শাসন?
জনগণের সম্পদ বিক্রি করে
দিচ্ছে বড় ভাষণ।

মানুষ সইলেও প্রকৃতি সইবে না
তাই  দুর্যোগের ঘনঘটা ;
বাবার মাথায় জল ঢালতে গিয়ে
হারাল প্রাণ কত বেটিবেটা।

ওই ধর্মের নামে জিগির তুলে
পাঠাল মানুষকে মৃত্যুর মুখে;
একজন নয় দুই জন নয়
বলছে মানুষ দিকে দিকে।

হায়রে শাসন! হায়রে ধর্ম!
দেখো মৌলবাদের অপকর্ম
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পক্ষে
পালিয়ে গিয়ে পেল রক্ষে।

দেখেও যদি না শেখে এরা
কেমনে বাঁচবে নির্বোধেরা?
নির্বোধ চায় স্বর্গ ছুঁতে
সভাপারিষাদ তাতেই মেতে।

তাই এদের ধ্বংস হতে
সময় বেশি লাগবে না;
আমাদের কাজ সবার কাছে
পৌঁছে দেওয়া এই ভাবনা।

২৯শে আষাঢ়, ১৪২৯,
ইং ১৪/০৭/২০২২,
বৃহস্পতিবার রাত ১০:৩৪।  ১৭৫১, ২৬/০৭/২০২২।