সঠিক শ্রমে কঠিন ভাবনায়
জীবনের ওই প্রদীপ জ্বালো;
দিনের শেষে আঁধার রাতে
পারে মিলতে প্রানের আলো।


ওই আলোর দানে আলোকিত
হতেই পারে অন্যের জীবন;
সেই জীবনের আলোর প্রভায়
জানি প্রভাবিত হবেই ভুবন।


সেই আশাতেই আছি বসে
বাড়াতে চাই হাত আনন্দেতে
পরিপূর্ণ হউক ভাবনা সবার
আনন্দের শ্রীময়ী এই ধরাতে।


ক্ষুদ্র আমরা, আমাদের ক্ষুদ্র দানে
জাগাক শক্তি সবার প্রাণে
জ্বালাক আলো আঁধার ঘরে
ভরুক ধরা যৌবনের গানে।


২১ শে বৈশাখ, ১৪২৯,
ইং ০৫/০৫/২০২২,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১৬৭৫, ১০/০৫/২০২২।