সবুজ ঘেরা ছবির মত,
                    সেই যে ছোট্ট গ্রাম;
নামটি তাঁহার বাহাদুরপুর,
                       আমার স্বর্গ ধাম।


জন্মে ছিলাম ঐ গ্রামে,
                 মায়ের আদর পেয়ে;
যৌবনেতে সব ছেড়েছি,
                  অর্থের পিছু  ধেয়ে।


ঐ বাঙলা, সেই বাঙলা্,
                 ভাবি বহুদূরে আজ,
আর কি কভু যাব বন্ধু,
                   বিষাদ ভরা সাঁঝ।


ভুলতে নারি সেই স্মৃতি,
                    আজও মনে পড়ে;
যারা আছো ভালো থেকো,
                       ঐ মায়ের ঘরে।


১২ই আশ্বিন, ১৪২৪,
ইং ৩০/০৯/২০১৭,
শনিবার, সকাল ৭টা