একা একা ছাদে বসে-
      মেঘের সাথে খেলা করি;
মনে হয় মেঘের মত আমিও
    যেন নীল আকাশে যাব উড়ি।


ঐ দেখা যায় আকাশ ভরা,  
       সাদা বকের মালার সারি;
সাঁঝের বেলায় দল বেঁধে তাই,
        আকাশ পথে দিচ্ছে পাড়ি।


গুনগুনিয়ে কানের কাছে,
         প্রকৃতি ঐ শোনায় বাণী;
বাঁধন-হারা মুক্ত হাওয়া,
        আমায় বুঝি নেবে টানি।


প্রভাত থেকে সাঁঝের বেলা,
        শাশ্বত সেই মনের খেলা;
আপন মনে একা একা,
      অসীম পানে ভাসাই ভেলা।


মনের আঙ্গিনায় খেলতে খেলতে,
      অনেক কথাই বলছি আমি;
হঠাৎ মনের আলো নিভে গেল,    
       বুঝলো না সেই অন্তর্যামী।

১৩ই আশ্বিন, ১৪২৪,
ইং ৩০/০৯/২০১৭,
শনিবার, সকাল ৭.৩০মিঃ