আমি কি জানি, আমি কি চাই?
   পেতে গেলে যে মনটার দরকার,
            তাতো আমার নাই।
আমি জানি কেঊ যাবে সেখানে,
       সাহসে ভর করে,
আমি যে ভাবতে পারি না-
       যাওয়ার কথা ওখানে;
         তাই পড়ে আছি এখানে।


যারে আমি পেতে চাই,
     সে কি চায় আমারে?
আমার চাওয়া যে শেষ চাওয়া নয়;
তাই আমার চাওয়া পাওয়ায় এতো ভয়।


আজ মনে হয়, আমার প্রাণের কথা-
     কেন জানাই নাই তাঁরে?
সে ও কি সেই আমার মতই,
      রয়েছে পড়ে নিজের অভিমানে?


অভিমান তাঁর ব্যথায়, ব্যথার সাগর,  
       বুঝি মরিতে চায় সে ডুবিয়া;
ভাসাব আমার এই ভাঙ্গা তরীখানি,
        নিজের মত আপন করিয়া।


যদি পারি তাঁরে নেবো নায়ে তুলে,
            সেই দুঃখের সাগরে;
হাতে হাত ধরি-
দুয়ে মিলে ভাসাব জীবন তরী,
       অভিমুখ সুদূরের ঐ ওপারে।


যেতে হবে মোরে, ভয় করে নয়,
     পাবার আশায়;
পেতেও তো পারি, আপন করে,
    দুঃখের সাগরে তাঁহারে।  


৬ই মাঘ, ১৪২৪,
ইং ২০/০১/২০১৮      
শনিবার, সকাল ১০.৩০।