মাদল বাজে বাদল ঝরে
মহুয়ার মধু খাই;
কেউবা হাসি কেউবা কাঁদি
আসলে কি পাই?


ব্যক্তি বিশেষ সবাই আমরা
স্বার্থের কথা কই;
আমাদের গাছে তুলে দিয়ে
নেয় কেড়ে মই।


কড়ে বোড়ে মরছে কত
রাজা মন্ত্রী ঠিক;
দিশাহারা আমরা সবাই
পাইনা খুঁজে দিক।


সমাজ গেল মানুষ গেল
দেশের হবে কী?
ঐ রাজনীতি আসল খেলা
তার দেখা মেলে নি।


সকাল থেকে সন্ধ্যা বেলা
ওই করি ধরাধরি;
পেটের খিদা পেটেই থাকে
মাঠেই আমরা মরি।


১০ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৪/০৪/২০২৩,
সোমবার রাত ১০:৫২। ১৯৮৯, ২৬/০৪/২০২৩।