আমরা সবাই প্রেমের কাঙাল,
    প্রেম পেতে চাই প্রানে;
প্রেমের যাদু হৃদয় ভুলায়,
     ধন্য হই সেই দানে।


হৃদয় দিয়ে হৃদয় নিয়ে,
      প্রেমের খেলে চলে;
প্রেম ছাড়া যে আঁধার ধরা,
      প্রকৃতই তাই বলে।


প্রেমে প্রেমে জগৎ সংসার,
           প্রেমেই সৃষ্টি হয়;
প্রেম রসে ধরা ভাসে
         সে তো মিথ্যা নয়।


প্রেম বিলায় শান্তির বাণী,
         হিংসা দ্বেষের মাঝে;
সৃষ্টির ধারা রাখতে হেথায়
         প্রেম লেগেছে কাজে।


মায়ের প্রেম, বাবার প্রেম,
        প্রেমে সৃষ্টি মোরা;
ভাঙ্গা মন, ভাঙ্গা সংসার,
       প্রেম দিয়েছে জোড়া।


প্রেমের টানে  ধরার পরে,
         স্বর্গ আসে নেমে;
হিংসা-দ্বেষে, মোদের ধরা,
       না যেন যায় থেমে।


২৮শে পৌষ,১৪২৪,
ইং ১৩/০১/২০১৮,
শনিবার, ভোর ৬টা।