শূন্য থেকে জীবন শুরু,
            শূন্যেতে হয় লয়;
এই মহাশূন্যে চলাফেরা,
           পাই না আর ভয়।


কোথায় সুখ, কোথায় দুঃখ,
           শূন্য যে সব হবে;
আলোর পরে আঁধার নেমে,
           সবই ঢেকে দেবে।


ভাবিনা তো সেই কথাটা,
              চিত্ত চেতনায়;
সব রেখেছি আপন করে,
            প্রাণের বেদনায়।


মন খুলে তাই চাই যে ভাল,
        আমার তোমার সবার;
আনন্দেতে ভরুক ধরা,
       আলোয় ভাসুক আবার।


১৯শে কার্তিক, ১৪২৪,
ইং ০৬/১১/২০১৭,
সোমবার, বিকাল ৩টা।