ফুলে ওই রঙের বাহার
সৌরভে গৌরব তাহার।
সৌন্দর্যে পাগল করে মন
তৃপ্তিতে সেই আভরণ।


মানবের ওই মানবতা সই
মানুষের মনুষ্যত্ব কই।
কর্ম থাকে কর্মীর জন্য
কর্মহীন হয় বন্য।


ওই আগুন দহন করে
ঠান্ডা শীতল জলে।
দেখি পশুর পাশবিকতা
গুনে পায় মান্যতা।


জীবনের সব ভালো মন্দ
অপূর্ব মিলন ছন্দ;
আর মঙ্গলে মঙ্গল আসে
নাহলে সকল অন্ধ।


৪ঠা চৈত্র ,১৪২৯,
ইং ১৯/০৩/২০২৩,
রবিবার সকাল ১০:০৭। ১৯৬৩, ৩১/০৩/২০২৩।