ও তুই একাকী বসে আছিস!
          মনের দুঃখে কেন?
সব হারানোর পথ ভুলানোয়,
          পথিকরে তুই যেন।


তুই ছাড়া মোর পূর্ন ঘর,
          ওরে শূন্য-একেবারে;
তোরে ছাড়া কারে বাঁধবো,
        আমার ভালবাসার ঘরে।


যখন বুকের মাঝে ব্যথা বাজে,
            শুধুই খুঁজি তোরে;
তুই যে আমার প্রাণের বায়ু,
            ভুলে গেলি মোরে?


তোর বিহনে আঁধার নামে,
            হয় প্রভাত অন্ধকার;
সেই অন্ধকারে হাতরে মরি,
          আমার অন্ধের যষ্টিটার।


১৪ই আশ্বিন, ১৪২৪,
ইং ০১/১০/২০১৭,
রবিবার বিকেল ৫টা।
আমার সোনা দাদাই ঈশানীকে উৎসর্গ
করলাম এই কবিতাটা।