ঐ নিখিলের দিগন্ত পানে-
      চেয়ে চেয়ে থাকি মোরা;
            সবাই যেন ঘর ছাড়া।    
      
ঘর মোদের কোথা ছিল?
    কোথায় ছিলাম, কোথা যাব?
           কোথা গিয়ে ঘর পাবো?


হেথা শূন্য হাতে এসেছিনু,  
         আবার শূন্য হাতে যাওয়া;
ভাবি নাই কোন কালে,
         চারিধার শূন্যতেই ছাওয়া।


ঐ মহাশূন্য গ্রাসিছে আজ,
          মুক্তির দিশা কোথা পাই;
জীবনের এই অন্তিম বেলায়,
          ছলনার কোন পথ নাই।


শেষ বেলা, হবে হেথা শেষ কথা,
         বুঝি আছে শেষেরও শেষ;
তাকায়ে সবাই নিমীলিত আঁখি পানে,
            ভাবে এই হলো বেশ।


ক্রমে আঁধার ঘিরিছে চারিধার,
   ঐ নিমীলিত আঁখি কোণে-
        ঝরে বুঝি শেষ বারি ধার।  


১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫,  
ইং ০১/০৬/২০১৮,
শুক্রবার, সকাল ১০টা।  ৪৯২ তাং ০৫/০৬/১৮।