বাঁধন ছাড়া হয় না হারা,  
বাঁধতে গেলেই পায় না তাঁরা।


বাঁধবি কারে আপন করে,
        আপন নয় যে কেউ;
সবার মাঝে আপন কাজে,
         ওঠে যে সেই ঢেউ।


আমি, তুমি, আমরা, তোমরা,
         কাছের মানুষ ভাবি;
দিন ফুরালে, সব হারালে,
         অস্ত যায় সেই রবি।


পায়না খুঁজে কেঊ কাঁহারে,
সবাই হাতরে মরে অন্ধকারে;
         কোথায় পাবে আলো?
আঁধার থেকে আলোয় এসে,
অন্ধকারকে ভালবেসে এবার,
        তরীর বাঁধন খোলো।


যাবে ভেসে তোমার তরী,
         কোন সাগরের পারে;
আকূল হয়ে পিছের লোক,
         যতই ডাকুক তাঁরে।


১২ই কার্তিক, ১৪২৪,
ইং ৩০/১০/২০১৭,
সোমবার, রাত ১১টা।