আর কি পাবো তাঁরে?
পথে পথে ঘুরে ফিরে,
        হারায়ে ফেলেছি যে ধন;
প্রেমময় জগৎ মাঝে,
লাগবেনা কোন কাজে,
      যদি হারায়ে যায় সেই মন।


কেন বয় দক্ষিনা বসন্ত হাওয়া?
ফুলে ফুলে ভ্রমরের গান গাওয়া,
       সে কি ঐ প্রকৃতির টানে?
তপ্ত দগ্ধ দেহ মন,
ভাসায় যে কত জন?
     ঐ নদী তীরে বসে আনমনে।


অতীতকে ছাড়ি, বর্তমানে বসি,
               ভবিষ্যতের গান শুনি;
অশ্রু ঝরে সেই গানে তাকায়ে অতীত পানে
              নীরবে ভাবে কত গুনী।


১৩ই কার্তিক, ১৪২৪,
ইং ৩১/১০/২০১৭,
মঙ্গলবার, রাত ১.৩০।