তোমরা যারা আছো শুইয়ে
কবর কিংবা শ্মশানে;
দায় এড়াতে পারনা তোমরা
এই উত্তরসূরির শাসনে।


তোমাদের শিক্ষা তোমাদের দীক্ষা
ওই তোমাদেরই প্রজন্মান্তর;
দেখো চেয়ে ধ্বংস আনছে টেনে
আজ হরিদ্রা সবুজ প্রান্তর।


হিংসা লোভে মায়ের কোল
করছে ওরা ফাঁকা;
কেমন করে চলবে বলো
শান্তি সুখের চাকা?


তোমরা যারা ছিলে জ্ঞানী-গুণী
আজ নিরব কেন তারা?
দেখাও পথ তোমরা তাদের
বাঁচাও আনন্দের এই ধরা।


অস্তিত্ব সংকটে আমরা সবাই
কোন বাঁচার উপায় নাই;
ধ্বংস বুঝি দাড়ায়ে দুয়ারে
বল কোথায় পাব ঠাঁই?


শেষের দিনের শুনেছি গল্প
ওই কত তোমাদের কাছে;
আজ বুঝি তাহাই সত্য হবে
সংকেত সম্মুখে তাই ভাসে।


সৃষ্টির পরে ধ্বংস আসবে
জানি চরম সত্য তাই;
প্রকৃতির কারণে যাহা ঘটে
কোন বিকল্প তার নাই।


৫ ই বৈশাখ, ১৪৩০,
ইং ১৯/০৪/২০২৩,
বুধবার সকাল ৮:২৭। ১৯৮৩, ২০/০৪/২০২৩।