চাঁদের নিচে উজ্জ্বল শুক্র
দেখতে ভালো লাগে;
রমজানের এই শুরুর সন্ধ্যায়
হৃদয় তাহাই মাগে।


দেখি সেই অসাধারণ দৃশ্যপট
চাঁদ ও শুকতারা
এই ধরার মানুষ হয় না কেন
অমন হৃদয় হরা।


জগতের চাঁদদের দেখলে পরে
সঙ্কা জাগে প্রানে;
তাঁদের চারিপাশ শুবতারা নাই
তাতেই কষ্ট জনমনে।


প্রকৃতি আনে আনন্দ সবার়
নানান দৃশ্য দানে;
দেশের শাসক ভয় জাগায়
জনগণের মনে।


এই প্রকৃতিরই সৃষ্টি ওরা
ভুলে যায় যে সব;
ঘৃণা বিদ্বেষে মাতিয়ে রাখে
শুনি ওদের কলরব।


শুকতারা আর চাঁদের দৃশ্য
মিলন ক্ষণিক তরে;
আমরা কি আর থাকতে পারি
বসে নিজের ঘরে?


অসুন্দরেরা মুছে দেয় সুন্দর
মানুষের মন থেকে;
ব্যক্তিস্বার্থে সহজ সরল পথ
ক্রমেই যায় বেঁকে।


ওই অসুন্দররাই সুন্দর ধরায়
গায়ের জোরে ভালো;
অন্ধকারকে ওরা অন্ধকার করে
আলো হয় তাই কালো।


১০ ই চৈত্র, ১৪২৯,
ইং ২৫/০৩/২০২৩,
শনিবার সকাল  ৯:৫৩। ১৯৫৮, ২৬/০৩/২০২৩।