ন্যায়ের সাথে বাঁধে ঘর
অন্যায় মহাপ্রাণ;
এটাই জনম এটাই মরণ
পাই তাঁহার ঘ্রাণ।


ভালোর সাথে মন্দ রবে
সুখের সাথে দুখ;
জন্মের সাথে মৃত্যু রবে
এটাই তাঁহার ভুখ।


ওই শান্তির সাথে অশান্তির
হয় কঠিন সংঘাত;
জেনে বুঝে দেওয়া হয়
মহা মূল্যের বরাত।


ঘর আর ঘরণী যেমন
বাঁধে সুখের ঘর;
স্বপ্নের মোহ কেটে গেলে
আপন হয় পর।


দ্বন্দ্ব সুখে মিলন দুখে
কঠিন ভাবনার জাল;
গুটাতে গিয়ে আসে বিপদ
হয় যত গোলমাল।


স্থিতিতে ওই সকল সুখ
জন্ম মৃত্যু নিয়ে;
আপন পরের শেষ সীমানা
অনন্তের যাত্রা দিয়ে।


১৭ ই চৈত্র, ১৪২৯,
ইং  ০১/০৪/২০২৩,
শনিবার রাত ১১:০৬। ১৯৭৩, ১০/০৪/২০২৩।