শোন সবে কান পেতে,
চুপি চুপি নয় মোটে;
দুড়ুম দুড়ুম বাজ পড়ে,
রাখালরা ছোটে গোটে।


মেঘে মেঘে ঘসা লেগে,
আলো এসে চোখে লাগে,
ক্ষনিকের ব্যবধানে-
শব্দ এসে কানে বাজে।


বিকট সে শব্দ ভাই,
কানে তালা লাগে তাই।
এ যে শুধু শব্দ নয়,
জীবন মৃত্যুর আছে ভয়।


বাজ পড়া বিদুৎ চমক,
যদি লাগে গাঁয়;
বিদ্যুৎ স্পৃষ্ঠ জীবের,
মৃত্যুও তো হয়।


তাই বলি যাস নাকো,
এ সময় ঘরের বাইরে;
বাজপড়া শুরু হলে,
উপায় যে নাইরে।


আগুনের গোলা সম,
ছুটে আসে মাটিতে;
যেন শত্রুর কামান গোলা,
এসে পড়ে ঘাটিতে।


২৪শে ভাদ্র, ১৪২৪,
ইং ১০/০৯/২০১৭,
রবিবার, সব্ধ্যা ৭টা।