বাংলার কবি বাঙালির কবি
বিশ্ববন্দিত হোক সেই ছবি।
বাঙালির দেশ ঐ বাংলাদেশ
যাবে রেখে মিলনের রেশ।


জগত্ জুড়িয়া সাম্যের বার্তা
রেখে গেছেন ওই মুজিব কর্তা।
মানব হিতে, মানব চিত্তে
বাঁধিতে চেয়েছে একই বৃত্তে।


কবিরাই পারে ধরার পরে
রাখিতে সবারে একই ঘরে।
ধর্ম-বর্ণ আর জাতের হিংসা
চেতনায় হবে সেই মীমাংসা।


সুখ দুঃখের একই বিকাশ
হাসি কান্নার সেই বহিঃপ্রকাশ।
রক্তের বাঁধন রেখেছে বাঁধিয়া
বাঙালিরা নেবে আপন সাধিয়া।


উঠিবে বাঙালির জয়ের প্রতিধ্বনি
শুনিবে সবাই সেই দিন গুনি।
ধন্য বাঙালি ধন্য মাতৃভাষা
হবেই হবে পূরণ বাঙালির আশা।


৩২ শে শ্রাবণ, ১৪৩৯,
ইং  ১৮/০৮/২০২৩,
শুক্রবার বেলা ১১:৫১। ২১০২, ১৯/১২, ১৯/০৮/২০২৩, ১লা ভাদ্র ।