আমরা বুঝতে পারি সকল কিছু
ভাবী যখন হৃদয় দিয়ে;
ঔই কত অনাথ শীতের রাতে
থাকছে পথে খালি গায়ে!


যারা সৃষ্টি করল গরিব ধনী
প্রকৃতির এই সম্পদ নিয়ে;
শাস্তি তাদের হবে না কি
একদিন ওই কষ্ট দিয়ে?


সুন্দরের ওই পূজা করি
সমাজ সুন্দর রাখি না যে;
আমরা মানুষ কেমন তর-
ভালো-মন্দ বুঝি না রে।


উলঙ্গ চাঁদ দেখতে ভালো
মেঘে ঢাকলে কষ্ট পাই;
দেখি উলঙ্গ ওই মানুষগুলো
তাঁদের দেহে পোশাক নাই।


আবার কেউবা থাকে রাজমহলে
কেউবা খোলা আকাশ তলে;
কেউবা কোটি টাকায় ফুর্তি করে
দেখি নানাভাবে জীবন চলে।


এই প্রকৃতিতে সবাই সমান
আমরা শুধু বিভেদ করি;
সবাই ছোট বড়, জাত ধর্মে,
বল কেমন আমরা বেবিচারী?


১লা পৌষ, ১৪২৯,
ইং ১৭-১২-২০২২,
শনিবার বেলা ১২:৩২।।১৮৬০, ১৮/১২/২০২২।