ভাবনার স্ফুরণ মনের ভূষণ
প্রকাশিত সমাজের কাছে;
সমাজ সংসার মানে না হার
আজও বেঁচে আছে।


ভালো-মন্দ আছে কত রন্ধ্র
দেখায় আঙুল দিয়ে;
সংশোধনের পথ কবিদের মত
আসুক শান্তি নিয়ে।


সত্য ভাবনা মিথ্যার পরোয়ানা
অন্তর চেতনার ফল;
তৃষিত বুকে আসে ধুঁকে ধুঁকে
পেলে এক ফোটা জল।


আগুনে বেগুনি সেই রন্ধনে
তৃপ্ত মনের স্বাদ;
সবই আছে এই জীবনে
যায় না কিছু বাদ।


১৫ ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৯/০৪/২০২৩,
শনিবার বেলা ১০:৫২। ১৯৯৯, ০৬/০৫/২০২৩।