হলে সকল ভাবনা বাস্তবায়ন
মিলবে ফুল নয় কাঁটা;
ভাবনাটা তাই ভাবতে হবে
ওই সঠিক হবে যেটা।


সত্যের পথে সত্য যাবে
আর মিথ্যার পথে মিথ্যা;
সত্যে সুখ পাওয়া যায়
ওই মিথ্যায় জীবন বৃথা।


সত্য মিথ্যার ফল ফলবেই
আমাদের এই ছোট্ট জীবনে;
এড়িয়ে যাওয়ার উপায় নাই
অনন্ত এই কঠিন ভুবনে।


তাই তো দেখি জন্ম মৃত্যু
পরম সুখ দুঃখের খেলা;
জানতে পারি বুঝতে পারি
শুধু এলেই বিকেল বেলা।


৭ ই চৈত্র, ১৪২৯,
ইং  ২২/০৩/২০২৩,
বুধবার রাত১১:২৪। ১৯৫৬, ২৪/০৩/২০২৩।