ভাবতে চাই অনেক কিছুই
তবু ভাবতে পারিনা;
হিংসা দ্বেষ পাল্টে দিলো
বুঝি সকল ঠিকানা।


সহজ কথা সহজ ভাবে
বলার চেষ্টা করি;
কেউ বোঝে কেউ বোঝেনা
সত্য মিথ্যা ধরি।


কবে আসবে সত্য হেথা
সকল মিথ্যা ছাড়ি;
বুঝি মিথ্যার এই জগতে
সত্যই দিল আড়ি।


অন্যায়ের ন্যায় পাবার জন্য
বসে থাকি চেয়ে;
দিনের আলো আঁধার হলে
মেঘে রাখে ছেয়ে।


হেথায় হোথায় পার্থক্য নাই
স্বার্থ একই রকম;
ভালোরে কেউবা মন্দ বলে
এটাই রকমসকম।


ন্যায়ের পক্ষে কজন আছে?
অন্যায়টাই বেলায় বাড়ে
ওই চারিপাশে দেখলে পরে
ঘৃণায় মন ঘিনঘিন করে।


তবু ভাবি হয়তো একদিন
পাবই পাবো তারে;
জন্মের পরেই মৃত্যু যেমন
আসেই সত্য ধরে।


৫ ই বৈশাখ, ১৪৩০,
ইং ১৯/০৪/২০২৩,
বুধবার বিকেল ৫:০৩। ১৯৮৪, ২১/০৪/২০২৩।
প্রিয় বন্ধু শরীফ এমদাদ হোসেনকে ( গোপালগঞ্জ) উৎসর্গ করলাম