যৌনতা আর নগ্নতা মেলাতে চাই,
জীবন যৌনতার দান,
আর নগ্নতা মানুষের প্রাণ,
আলোতে পায়-আঁধারে সে ঠাই।


ভাবনায় মুক্ত, জাগতিক বৃত্ত,
         প্রকৃতি গোপনে বলে;
আবেগ মধুর থাকনা বধূর,
        গোপন পাপড়ির দলে।


আহা কি যে সুখ, দেখি সেই মুখ,
      ঐ ছিঁড়িয়া বৃন্ত থেকে;
ফুলের যাতনা কেউ তো বোঝেনা,
      পথ যায় শেষে বেঁকে।


সেই গোপনের ধন, গোপনের প্রাণ,
    বাহিরে না এলে পরে;
না, না, অমূল্য তাঁর মূল্য হারাবেনা,
    পথে, পথে, ঘুরে ঘুরে।


ক্ষনিকের মোহ ভাবে না যে কেহ,
    ভালবাসা হেরে যায়;
প্রেমের মূল্য সে কি যৌনতার তুল্য?
    জীবনকে হারায়ে দেয়।


২১শে বৈশাখ, ১৪২৫,
ইং ০৫/০৫/২০১৮,
শনিবার বিকেল ৪টা।  493 dtd 06/06/18.