নানান জনে নানান ভাবে
মহাবিশ্বের ছবি আঁকে;
অবাক লাগে সবার কাছে
বিশ্ব যাহা তাহাই থাকে।

মানুষের মনের মত জগত
হবেনা কখনও সৃষ্টি;
পারে না যেতে অনেক দূরে
নিয়ে সেই ক্ষুদ্র দৃষ্টি।

ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানুষ
ক্ষুদ্র তাহার জীবন শক্তি;
মনের আনন্দে যাহা করে
সেটাই তাহার সাধন ভক্তি।

মন্তব্যের সুরধ্বনি
হৃদয়ের অমোঘ বাণী
হোক সবার মাঝে জানাজানি
তবেই চেতনার মান বাড়বে মানি।

জীবনের অন্তঃস্থলে
প্রাণের যে সাড়া মেলে
একান্তে বিশ্বাস করো তাকে;
বাইরের শত শব্দ
কান হয় তাতে জব্দ
তবু ভুল বুঝনা নিজের মাকে।

ওই বিশ্বাস অবিশ্বাস
দ্বন্দ্ব থাকে একরাশ
কঠিন, বড় কঠিন সিদ্ধান্ত নেওয়ার;
সত্য মিথ্যা একই ঢঙে
দেখি হেথা নানান রঙে
সহজ নয় সেই সত্যটাকে জানার।

সময় যে নাই , পাবে না তো ঠাঁই
       এই ধরার পান্থশালায়;
যতদিন আছো ঐ আনন্দে বাঁচো
      ভরে দেও ভালোবাসায়।

কিছু ভালো, কিছু মন্দ, মিলিয়ে জীবন
একক সুখ, একক দুখ, আসেনা কখন।

১৮ই বৈশাখ, ১৪২৯
ইং ০২/০৫/২০২২,
সোমবার সকাল ৯:২৬। ১৬৬৮, ০৩/০৫/২০২২।