ভাবনা আসে ভাবনার ভালে,
জীবনটা চলে বিচিত্র তালে।
    
কখনও ত্রিতাল, কখনও ঝাঁপতাল,
           কখনও কল্যান রাগে;
কখনও ভৈরবী, কখনও আশাবরি,
          বিচিত্র ভাবনায় জাগে।


প্রভাতের পরে দুপুর আসে,
তাঁরপরে যায় অস্তাচলে,
     সেই অজানা ভাবনার ছলে।


ভাবনায় শুরু, ভাবনায় শেষ,
জন্ম-মৃত্যুর রেখে যায় রেশ,
  ভাবনার জগৎ এক বিচিত্র দেশ।


ভাবতে ভাবতে নতুন সৃষ্টি,
অপূর্ব ধারায় নামায় বৃষ্টি,
  তারই ছোয়ায় আজ সিক্ত কৃষ্টি।


ভাবনার বন্যা, করুক ধন্যা,
ভাসায়ে নিয়ে যাক জঞ্জাল সব,
উঠুক চারিদিকে আনন্দের কলরব।


৩০শে বৈশাখ, ১৪২৫,
ইং ১৪/০৫/২০১৮,
সোমবার, সকাল ৭.২০মিঃ। ৪৭১ তাং ১৪/০৫/১৮।