চকিতে দৃষ্টিতে এলো আলোর হাতছানি,
    মনে হলো কোনো তারা খসে পরেছে,  
           কাহারও নির্দেশে, মণি মুক্তার মত;  
অপরূপ রূপময়ী, রূপের আধার,
    অপলকে দেখে তাঁরে আশ মেটে না,
          যেন মনলোভা সৌর্যের বিচ্ছুরণ রত।  


আঁধারে পথের মাঝে স্বর্গীয় রূপ,
     সেই অপরিচিতার পরিচয় হলো,
           অচেনা সুকুমার পথিকের সাথে;
উৎসজলের উচ্ছলতায় কন্ঠ ভরা সুর,
   গভীর আবেগে তাকায়ে তাঁর পানে,
        এ কোন সৌম্যামূর্তি দেখি এই রাতে।


কোথা যাবে-লাবণ্যময়ী, ভেবেছো কি তা?
            জিজ্ঞাসিল এক মানবপুত্র তাঁরে,
যদি বলো- পৌঁছে দেব গন্তব্যে তোমায়,
            নির্ভয়ে আমি- তব হাত ধরে।


এ কি খেলা খেলিছে বিধাতা-
               লয়ে এই দুটি নবীন প্রান;
কোন বৃন্তে ছিল এই দুটি ফুল?
              সে কি পেয়েছিল তাঁর ঘ্রাণ?


বিধাতা আপন খেয়ালে, সেই ফুলে মালা গেঁথে,
       বেঁধে দিল এ কোন বাঁধনে?
       মোহময় ধরার কঠিন সাধনে।
            
২রা মাঘ, ১৪২৪,
ইং ১৬/০১/২০১৮,
মঙ্গলবার, বিকাল ৫টা।