কোথায় যেন প্রাণের কথা,
            বলতে বাধা পাই;
সমাজ তার জন্য দায়ী,
            জেনে রেখো তাই।


শিক্ষা ছাড়া সেই চেতনা,
             কভু আসার নয়;
চেতনাই বিপ্লব আনে,
          তবেই নতুন সৃষ্টি হয়।


কুশিক্ষা আর অন্ধ সংস্কার,
          রাখে ফন্দিবাজের স্বার্থ;
সুখী সমাজ গড়তে তাই –
            আজও আমরা ব্যর্থ।


ভয় পেওনা এগিয়ে যেতে,
            সামনে অনেক বাধা;
সমাজ আমার, সমাজ তোমার,
         জয়- করতে হবে ধাঁধা।


অন্ধকারে ভয় পেওনা,
            ভয়ের কিছু নাই;
বিপ্লবেরই আগুন জ্বেলে,
              এগিয়ে চলো তাই।


যন্ত্রনা ছাড়া যেমন,
               নতুন সৃষ্টি হয় না,
বিপ্লব ছাড়া তেমনি,
          সুখী সমাজ গড়া যায়না।