ব্যক্তিত্বে সুন্দর কীর্তিতে মহান
জাতির পিতা মুজিবুর রহমান।
স্মরণে আনন্দ পরানে আনন্দ
আনন্দ আনে বুকেতে ছন্দ।


জন্ম মৃত্যু ভাবনায় অন্ধ
থাকি আমরা গৃহে বন্ধ;
দেখি নাই দূরে হাত পা ছুড়ে
কোনটা ভালো কোনটা মন্দ।


কত লড়াই কত বড়াই
সুখের বাসর কে বলো সরাই?
আপন যুক্তি মায়ের মুক্তি
এনেছে তাঁহার প্রদীপ্ত দীপ্তি।


মৃত্যুর মুখে দাঁড়িয়ে সুখে
ভেবেছে কত মায়ের দুখে।
পৌঁছে জীবনের কঠিন প্রান্তে
অবিচল মায়ের শৃংখল ভাঙতে।


সাথে ছিল ওই বাঙালি মনন
রক্তের বিনিময়ে হয়েছিল বপন।
মহীরুহের আকার নিয়েছে যাহা
ভয় শূন্য হৃদয় পেয়েছে তাহা।


ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষনার
বাস্তবরূপ পেল ষোলই ডিসেম্বর।
মনের জোরে বাঙালিরাই পারে
ন'মাসে ওই স্বাধীনতা অনবার।


সে যে বাঙালির পরাণ
প্রিয় জাতির পিতা মুজিবুর রহমান।
সবুজের মাঝে লাল সূর্য
জাতীয় সংগীতের বাজে তূর্য।


ধন্য বাঙালি রেখেছে সম্মান
নেতৃত্বে সেই মুজিবুর রহমান।
দীনহীন নয়, নয় কাঙালি
বিশ্বে বন্দিত  আজ বাঙালি।


১১ ই চৈত্র, ১৪২৯,
ইং ২৬/০৩/২০২৩
রবিবার বেলা ১১:৪২। ১৯৬৪, ০১/০৪/২০২৩।