মন্দ্র মধুর কবিতার সুরে
                          জাগিয়া উঠুক প্রাণ;
কবিদের কবিতা জগত সভায়
                            জীবন করুক দান।


মানুষ হোক মানুষের মতো
                                 পশুর সঙ্গ ছাড়ি;
মনুষ্যত্ব আর মানবতা বোধ
                             টানুক হেথায় দাঁড়ি।


সনাতন চিন্তা সনাতন ভাবনা
                           আবার আসুক ফিরে;
সুন্দর জগৎ সুন্দর হউক
                             এই মানুষদের ঘিরে।


কবিদের চিন্তা কবিদের ভাবনা
                             কবিদের আত্ম দর্শন;
ঝরে পড়ুক ওই রংয়ের পাপড়ি
                                   হয়ে মনি কাঞ্চন।


স্বর্ণ আভার আলোর প্রভায়
                             পরিশোধিত হোক মন;
আত্মায় আত্মায় মিলে-মিশে
                                 হউক পর আপনজন।


৭ ই  চৈত্র, ১৪২৯,
ইং ২২/০৩/২০২৩
বুধবার বেলা ১:৩৪। ১৯৬০, ২৮/০৩/২০২৩।