বোরখার আড়ালে দেখেছো কি মাকে?
               হৃদয়ের সাথে মিশিয়ে;
সন্তান তাঁরে চিনিতে পারে না,
             জগৎ যে গেছে বিষিয়ে।


মায়ের অশ্রু মোছাবে কে?
            উন্মাদ যে তাঁর সন্তানেরা;
নারীর দেহ খুবলে খায়,
          মায়ের ছেলে নয় তো তারা।


যদি শক্ত হাতে শাসন করো,
             তবেই পশুরা পাবে ভয়;
মায়েরা যেন ভুল করেও,
             উন্মাদের জন্ম না দেয়।


অশান্তিতে ছেয়ে গেছে দেশ,
          কোথায় যে তার টানবে রেশ;
সন্তানদের তরে অশান্তিগুলো,
          বোরখার আড়ালে করনা শেষ।


যন্ত্রনা মা পাবি যে তুই,
          ঐ যন্ত্রনাতেই তো মা হয়েছিস;
মিথ্যাচারে ভুলিস না মা,
         আমরা চাই যে মায়ের আশিস।


১লা ভাদ্র, ১৪২৪,
ইং১৮/০৮/২০১৭
শুক্রবার,রাত ১১.২৭মিঃ।