ব্যষ্টি সুখের সৃষ্টি যদি-
             শুধুই ভাবি;
ব্যষ্টি থেকে সমষ্টিতে আর-
           আসবো নাকি?


বালখিল্য ঐ একক ভাবনা,
এই সমাজকে সুখ দেবেনা,
     সুখ হবে সুদূর পরাহত;
কীসের আশায় ধরায় আসা?
না পায় যদি সেই ভরসা,
   করতে হবে সমষ্টির ব্রত।


ব্যষ্টি ভাবনায় সব হবে না,
একা একা সব পাবে না,
         যতই চেষ্টা করো;
যৌথ ভাবে হাত লাগালে,
কঠিন আগল তবেই খোলে,
       গভীর আঁধার রাতে।


ভোরের আশায় কেন রবে?
সময়ের তরী না দাঁড়াবে,
        ছুটছে সে আপন মনে;
ঐ সকাল শেষে সন্ধ্যা হবে,
তারপর যে আঁধার নামবে,
        শক্তি বাড়াও যৌথ রণে
        
তবে কেন বসে থাকা?
ব্যষ্টি ভাবনা বড় কাঁচা,
    সমষ্টিতে মিলেমিশে যাও;
মিলনের সেই আনন্দ ধারা,
আত্ম সুখে হবে হারা,
    ঐ সুখ বুকে তুলে নেও।


১৭ই বৈশাখ, ১৪২৫,
ইং ০১/০৫/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৪টা। 463 dtd 05/05/18