ওই জন্ম মম, মৃত্যু মম,
আর কিছুই তো নয়;
জীবন নানান মতের কেন্দ্রবিন্দু
মিটাই মতান্তরের দায়।


মত আর পথের কত বিভেদ
পাগল পাগল প্রাণ;
যেদিকে তাকাই সেদিকেই পাই
হিংসা বিদ্বেষের ঘ্রাণ।


জন্মে বিদ্বেষ ধর্মে বিদ্বেষ
বিদ্বেষে জীবন ধারণ;
মরণে বিদ্বেষ, স্মরণে বিদ্বেষ,
হয় না হিংসার বারণ।


ওই ঝর্ণাধারা নদী হয়ে
সাগর পানে ধায়;
আবর্জনা বর্জ্য পদার্থ বহন
সকলই কি তার দায়?


শুরু থেকে শেষের পথে
সবাই ছুটে যায়
পরিশেষে সেই কৃষ্ণ গহ্বর
সবার মিলন ঘটায়।


ওই চলার পথে কেন তবে
বাঁধে এতো হানাহানি;
মুছে দেও এই জীবন থেকে
মনের সকল গ্লানি।


১৭ ই চৈত্র, ১৪২৯,
ইং ০১/০৪/২০২৩
শনিবার সকাল১০:১৬। ১৯৬৫, ০১/০৪/২০২৩।