যদি ছন্দে দ্বন্দ্বে মিলন ঘটে
এটাই সুখের হয় যে বটে।
অনেক দ্বন্দ্বের ফল ওটা
থাকে নিয়মনীতির ঘনঘটা।


ভালো দাঁড়ায় মন্দের কাছে
মন্দ তখন ছন্দে বাঁচে।
আগুন নেভায় শীতল জলে
শান্তি আসে তাহার ফলে।


আলোচনা সমালোচনার উঠুক ঝড়
কালবৈশাখী ভাঙবে ঘর।
সেই ঘরের ভিত নতুন করে
নব দৃষ্টিকোণে উঠবে গড়ে।


কালবৈশাখী আর দখিন হাওয়া
বলবে বন্ধু একটু দাঁড়া।
আত্মায় আত্মায় মিলবে এসে
নতুন বসন নতুন বেশে।


সেই বাগানে ফুটবে ফুল
ভাঙবে মনের সকল ভুল।
রূপে গন্ধে করবে মাতাল
স্বর্গ হবে এবার পাতাল।


১৮ই  চৈত্র, ১৪২৯,
ইং ০২/০৪/২০২৩,
রবিবারসকাল ৭:৩৭। ১৯৬৯, ০৬/০৪/২০২৩।