ছোট্ট পাখি বললো আসি,
       উড়তে পারি, উড়তে পারি;
উড়তে উড়তে যাব চলে,
         মনের জোড়ে ঐ সুদূরে।


বললে তুমি ভাল কথা,
পাখী তোমার আছে পাখা,
            আমার যে তা নাই;
তুমি ভাসবে নীল আকাশে,
আমি রইবো সবুজ ঘাসে,
          যেথায় ফুলের গন্ধ পাই।


মহাশূন্যে পথ হারালে –
কে তোমায় দেবে বলে?
   মায়ের কাছে আর ফিরতে পারবে না;
মা তোমারে না পেয়ে যে,
পথের পানে চেয়ে রবে সে,
   অশ্রুসিক্ত নয়ন কোনে অশ্রু ঝরবেনা?


তাই তো বলি যেওনা পাখী,
দিয়ে সেই মাকে ফাঁকি,
       মায়ের দুঃখ একটু বুঝবে না?
আমরা যারা রইলাম পড়ে,
ফেলে যাওয়া মায়ের ঘরে,
      তাঁদের কথা একটু ভাববে না?


ছোট থেকে বড় করলো,
একা একা উড়তে দিল,
     এই কি তবে মুক্ত করার ফল?
যখন অচল হবে মায়ের পাখা,
মা পাবে না তোমার দেখা,
   তখন কে দেবে মায়ের মুখে জল?


ওরে পাখি যাসনা উড়ে,
জন্মদাত্রী মাকে ছেড়ে,
  মায়ের বুকে শেল বেঁধাস না আর;
আমরা সবাই থাকব হেথা,
দুঃখকষ্ট, আসুক যতই ব্যথা,
সবাই মোরা নেবো দুখিনী মার ভার।


১৭ই বৈশাখ, ১৪২৫,
ইং ০১/০৫/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৩টা।