আমি বলি- শোন শোন,
যে যেতে চায় তাঁরে যেতে দাও,
       যত দূরে যায় সে,
        মনের আবেগে ভেসে।


কেন বাঁধ? বাঁধিও না তাঁরে,
             নিজের করে।    
যে তোমার নয়,
কেন রাখবে ধরে? আপন ঘরে।              


সৃষ্টির মননে অনন্যতা মিশে আছে
        তাই-যে যেমন পারে,
          তেমনই সৃষ্টি করে।  


সৃষ্টির ধারা ছড়ায়ে জগৎময়,
আকাশ, সমুদ্র, ধরণীর তল,
      মণি, মুক্তা, আর হীরায়,
               করে ঝলমল;
চলতে চলতে এই পথে,
        আঁখি তাঁর করে ছলছল।


নানান জীব, নানান পাখি,
নানান গাছ, নানান শাখী,
নানান ফুল, নানান রঙে,
      এ কোন অপূর্ব জগৎ দেখি।


কোথা ছিল এত রঙ?
কোথা ছিল এত ঢঙ?
কোন শিল্পী? কোন পথে?
এত সুন্দর ছবি আঁকে,
    ঋতুর পরিবর্তনের সাথে;
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,
         শীত, বসন্ত,
আহা! কে এমন মালা গাঁথে?


কেউ ভাঙ্গবে, কেউ গড়বে,
নতুন নতুন অনুভবে,
সৃষ্টি ধারায় দেও ছেড়ে তাঁরে;
বুকে যদি জাগে ভয়-
দেখা যদি আর নাহি হয়,
মনে রেখো দেখা হবে মৃত্যুর পরে,
               সেই ওপারে!

২৮শে পৌষ,১৪২৪,
ইং ০৫/০১/২০১৮
শক্রবার, বেলা ১টা,