দেশ বাংলা মোদের জন্মভূমি,
        সেই বাংলা মোদের মা;
ঐ মায়ের দুঃখে পরান কাঁদে,
        সে যে সইতে পারি না।


ভাষায় বাংলা, মাথায় বাংলা,
      বাংলা মোদের জীবন ফুল;
বাংলা দিল বুকের মধু,
       আমরা হলাম যে আকূল।


যা পেয়েছি মায়ের কাছে,
       আর কেউ তো দেবে না;
নিঃস্ব হয়ে সব দিয়েছে,
       ওরে! সেই মোদের মা।


আয়রে সবাই মায়ের ছেলে,
           মায়ের কাছে থাকি;
শস্য শ্যামল করবো মাকে,
          দেব না আর ফাঁকি।


মায়ের দুখে সবাই মিলে,
         করবো মোরা লড়াই;
সবুজ ক্ষেতে রক্ত সূর্য্য,
       আমরা কি আর ডরাই।


মাকে ছেড়ে কোথায় যাবো?
      মৃগতৃষার মোহমায়ায় ভুলে;
স্বর্গ বলো, নরক বলো,
        সবই মায়ের চরণ তলে।


১৩ই পৌষ, ১৪২৪,
ইং ২৯/১২/২০১৭,
শুক্রবার, বিকেল ৩টা।