ধর্মের কথা অনেকেই বলে
ধর্মের  মানে বোঝেনা;
ধর্ম এক চারিত্রিক বৈশিষ্ট্য
ওরা তাও জানে না।


ওই উপদেশ বাণী ধর্ম নয়
ও যে ব্যক্তি মতবাদ;
ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কে
হেথায় নাই প্রতিবাদ।


আগুন যেমন দহন করে
নাই ভেদাভেদ
দাউ দাউ করে জ্বলে ওঠে
পেলেই হল মেদ।


ভালো সুন্দর সর্বত্র তাই
জগত আলো করে
অন্যের সাথে একাত্ম হলে
বিদ্বেষ যায় দূরে।


ওই গুণগত মূল্যায়নটাকেই
ধর্ম বলে জানি;
নিম তিতা আর মধু মিঠা
ধর্ম বলে মানি।


১১ ই চৈত্র, ১৪২৯,
ইং ২৬/০৩/২০২৩,
রবিবার বিকেল ৫:৩০। ১৯৫৯, ২৭/০৩/২০২৩।