যে সমাজ তুমি দেখছো বন্ধু,
      সেতো মরে গেছে কোন কালে;
সেই ঘৃণিত মৃতের পাহাড়ে,
      আজও ধিকিধিকি আলো জ্বলে।


নীতিকথা সে হারায়ে গেছে,
          ধরার নীতি-হীনদের মাঝে;
বিবেকের কথা দেয়না সাড়া,
          আর স্বদেশ সেবিদের কাছে।  


দিশেহারা তাই নতুন ভাবনা,
             আঁধারে খুঁজিছে পথ;
হৃদয়ের দ্বার খুলে রেখে চলো,
             মিলিবে আলোর রথ।
  
আঁধারের মুক্তি আলোতে হবে,
            চিন্তার কিছু তো নাই;
দুঃখের পরে দুঃখীরাই হাসে,
            নীতিকথায় তাহা পাই।          


সুদিনের আশে সবাই যে বসে,
            লয়ে না পাওয়ার ভয়;
দুরুদুরু বুকে আসিবে জোয়ার,
         সেদিন ধ্বনিবে নীতির জয়।


২৭শে পৌষ,১৪২৪,  
ইং ১২/০১/২০১৮
শক্রবার, বেলা ৭টা,