জীবনের এই তরী বেয়ে চলি মোরা,
        পারাপারে ধৈর্য্য ধরে থাকে নাতো কেউ;
সবাই আগে যেতে চায় পিছে ফেলে মোরে,
         নদী মাঝে দেখে নাই আছে কত ঢেউ।


উপলক্ষ্য শুধু পার্থিব এই মাঝি, নদী, নাও,
দেখ নাই চোখ মেলে কি তরী তুমি বেয়ে যাও।
     স্বল্পদৃষ্টি দেখে চেয়ে শুধুই ক্ষুদ্র গণ্ডির ভিতর,
      পূর্ন দৃষ্টি দেখে সৃষ্টি সীমাহীন জগৎ সংসার।


  আমার ভাবনায় ছড়িয়ে দিলাম,
                 কঠিন এই গভীর অন্ধকার;
   খুঁজবে আলো সবাই মিলে,
                ভাবনার দৃষ্টি যায়-যত যার।


৩০শে শ্রাবণ, ১৪২৪,
ইং ১৬/০৮/২০১৭,
বুধবার, বিকেল ৪টা।