অনাবৃষ্টি,ঝঞ্ঝাবর্ত আর বন্যা,
               সততই প্রকৃতির দুর্ঘটনা;
বার বার তারা ফিরে আসে,
               এটা নয় একান্তই রটনা।


বাঙ্গালির বারোমাসে তেরো পার্বন,
            ঘুরে ফিরে আসে বছরের শেষে;
এ যেন ঋতুর আগমন,
             দেখি তাদের-আপন বিশ্বাসে।


অনাবৃষ্টি অতিবৃষ্টি করলো অনাসৃষ্টি,  
               ভাবলো না কৃষকের কথা;  
সব শস্য আজ হলো ভস্ম,      
                অশ্রুসিক্ত গরীবের ব্যথা।


মৌলবাদী উগ্রপন্থী ঘোরে দেশে দেশে,
    কখনও ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তানে;
আবার কখনও রক্তে নদী বইয়ে দেয়,
     আফগানিস্থান, ইরাক, ইরান বা অন্যস্থানে।


হাতে হাত রেখে মোরা লড়ব সবাই,
             দুর্যোগকে করবো না আর ভয়;
সকল বাঁধাকে আমরা হারিয়ে দিয়ে,
              ধরায় আনবো নতুন সূর্যোদয়।  


১লা ভাদ্র, ১৪২৪,
ইং১৮/০৮/২০১৭
শুক্রবার,সন্ধ্যা ৭টা।