কে দিয়েছে মানুষকে-
     সীমানা নির্ধারনের অধিকার?
বিশ্বজুড়ে স্রষ্টার সৃষ্টি-
        আমি কার, তুমি কার?


এই বিরাট প্রকৃতি-
        সে খেলিছে শিশুর মত;
তাঁর নাই ভেদাভেদ,
     অনুভবে সৃষ্টির আনন্দ যত।


সীমাহীন প্রকৃতির,
            এই বিশ্ব চরাচর;
উন্মুক্ত আকাশ টলে,
            আনন্দে ভরভর।


সীমানার বেড়াজালে,
           বেঁধনা এই সৃষ্টিরে;
ক্ষুদ্রতর তুমি-
         আরও ক্ষুদ্রতম করে।


ক্ষুদ্রের সীমানা ঐ-
           জাতি ধর্মের মাঝে;
জীবনের শেষদিনে,
           লাগেনা তা কাজে।


তবে কেন- মিথ্যাচারে-
       জড়ায়ে রেখেছো আপনায়;
দিগন্তজুড়ে নীল আকাশ তলে,
      ছেড়ে দাও নিজের ভাবনায়।


বিশ্ব প্রকৃতি মায়ের মত,
          রেখেছে বাঁধিয়া তোমায়;
তুমি আমি মায়ের সন্তান,
           এই সীমাহীন সীমানায়।


৬ই আশ্বিন, ১৪২৪,
ইং ২২/০৯/২০১৭,
শুক্রবার, সকাল ১০ টা