অক্ষ, দক্ষ, শ্যাম বৃক্ষ,
               দাড়ায়ে সম্মূখে;
তুমি বীর কণ্টক দলি,
              দেবে সব রুখে।


দুঃখের রাতে মায়ের বেশে,
নিদ্রাহীন সেই নির্মিমেশে,
        রইবে জেগে মোদের পাশে;
তোমায় দেখে সবাই সুখী,
এবার আমরা হব বহির্মূখী,
        পা মিলাব বিশ্বশান্তির আশে।


এসো হে বীর এসো, আরবার,
আলোকে আলোকময়-হউক এই দেশ;
উন্মত্ততায় নয় বন্ধু, ঘটুক উন্মেষ,
হউক অন্তরঙ্গ, বহিরঙ্গের মিলন অশেষ।


তোমার অপেক্ষায় দাঁড়ায়ে সবাই,
           এই আঁধার ঘরের দ্বারে;
তুমি বীর লহো মোদের-
            তুমি লহো আপন করে।


এসো বীর এসো এসো,
           আনো বয়ে মুক্তির আলো;
শক্তি দেও, দীপ্তি দাও,
        দাও মুছে সবার মনের কালো।


১৬ই কার্তিক, ১৪২৪,
ইং ৩রা নভেম্বর, ২০১৭,
শুক্রবার বেলা ৩টা।