এখানে আছে গঙ্গা সাগর,
     যেথায় গঙ্গা মিলিছে সাগরে;
সবুজে ঘেরা দিগদিগন্ত,
      হেথায় এলে হৃদয় নাচেরে।


নীল আঁচলে আবৃত সাগর,
         নীলচল যে তাঁর নাম;
মনের আনন্দে চলাফেরা হেথায়,
       মনে হবে এসেছি স্বর্গধাম।


সংসারের দূঃখ ভুলে যায় সবে,
         এলে এই নৈসর্গিক ভূমে;
দেহ, মন, সব একাকার হয়,
       সেই প্রকৃতির অমোঘ টানে।


এখানে আছে দর্শনের স্রষ্টা,
       বিখ্যাত কপিল মুনির আশ্রম;
শতসহস্র বছর যাবৎ তাঁর-
        ভক্তরা করিতেছে জয়গান।


এমন স্থান পাবেনাতো আর,
           এই কঠিন চলার পথে,  
অতীত থেকে বর্তমানে এসে-
          চলেছি সনাতন বিশ্বাসে।


১৪ই আশ্বিন, ১৪২৪,
ইং ০১/১০/২০১৭,
রবিবার বিকেল ৩.১৭ মিঃ।